Wellcome to National Portal

নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের তথ্য বাতায়নে  আপনাকে স্বাগতম !!

"একটাই লক্ষ                        "কারিগরি শিক্ষা নিলে                      " কারিগরি শিক্ষায় দক্ষতা
হতে হবে দক্ষ"                      বিশ্বজুড়ে কর্ম মেলে"                         আনে আর্থিক সচ্ছলতা "


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a glance

নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নড়াইল কারিগরি শিক্ষা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্‌রাসা শিক্ষা বিভাগের একটি প্রতিষ্টান।কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ১৯৬৬ সালে এটি প্রতিষ্ঠিত হয় ।  

নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নড়াইল বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। মানব সম্পদ উন্নয়ণ এবং দারিদ্র বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য। এতদাঞ্চলের বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও লাগসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

উল্লেখ্য ,অধিদপ্তরাধীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট সংখ্যা ২০৫ টি। তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। যথাঃ সার্টিফিকেট স্তর, ডিপ্লোমা স্তর ও ডিগ্রী স্তর। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ১৪৯টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং ১টি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট। ডিপ্লোমা পর্যায়ে ৫০টি পলিটেকনিক ইনষ্টিটিউট এবং ডিগ্রী পর্যায়ে ১টি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে।

 ‘নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নড়াইল’ প্রতিষ্টানটি আলাদাতপুর, নড়াইল-৭৫০০ এই ঠিকানায় অবস্থিত।